ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

শাবি শিক্ষকের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

শাবিপ্রবি সংবাদদাতা:

প্রকাশ: ১৮:৪৮, ১৯ মে ২০২৫

শাবি শিক্ষকের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. শফিকুল ইসলামের ওপর  হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার (১৯মে) ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ফোরামটি জানায়, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সহকর্মী প্রফেসর ড. শফিকুল ইসলামের ওপর যে অযাচিত ও অপমানজনক হামলা চালানো হয়েছে, তা কেবল ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সম্মান, মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।"

ঘটনার প্রতি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ফোরামটি দ্রুত জড়িত দুষ্কৃতিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একইসঙ্গে তারা প্রফেসর ড. শফিকুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করে জানিয়েছেন যে, এই সংকটময় সময়ে তাঁরা তাঁর এবং তাঁর পরিবারের পাশে রয়েছে।

আরও বলা হয়, “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সবসময় শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে অটল। আমরা সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে অতীতেও সোচ্চার ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”

আরও পড়ুন