ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭:১০, ১৯ মে ২০২৫ | আপডেট: ১৭:৫২, ১৯ মে ২০২৫
ছবি-সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলামের ওপর হামলাকারী রাসেলকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছে পৌঁছালে রাসেল মোটরসাইকেল নিয়ে তার গাড়ির সামনে চলে আসেন। একপর্যায়ে তার গাড়ির সঙ্গে রাসেলের মোটরসাইকেলের ধাক্কা লাগে। আর তাতেই মোটরসাইকেল থেকে নেমে শিক্ষক শফিকুল ইসলামের ওপর হামলা চালায় রাসেল। আহত শিক্ষক শফিকুল ইসলামকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেয়া হয়েছে।
এরআগে, ঘটনার পরপরই শিক্ষকের ওপর হামলার খবর পেয়ে শিক্ষার্থীরা প্রথমে আখালিয়া এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে রাত ১০টার দিকে সেখান থেকে অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবারও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রাত সোয়া ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে দুই দিকেই দীর্ঘ যানজট তৈরি হয়। একপর্যায়ে সেনাবাহিনী এসে হামলাকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে প্রধান ফটকে অবস্থান নেয়। রাত দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলে। পরে হামলাকারী গ্রেফতারের খবরে প্রধান ফটক ছেড়ে চলে যায় শিক্ষার্থীরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে নগরী থেকেই তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।