ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

শাবি অধ্যাপককে মারধর, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাবিপ্রবি সংবাদদাতা:

প্রকাশ: ১২:৫১, ১৯ মে ২০২৫

শাবি অধ্যাপককে মারধর, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি-সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামকে স্থানীয় এক ব্যক্তি মারধর করেছেন। রোববার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অধ্যাপককে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে পুনরায় সড়ক অবরোধ করেন, যার ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, অভিযুক্তকে এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে হাজির করতে হবে। তাকে শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেই নিশ্চয়তা দিতে হবে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হবে।

প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা দুঃখ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান বলেন, “আমরা সেনাবাহিনীকে ডাকিনি। শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। সিলেটের পুলিশ কমিশনার আমাকে নিশ্চিত করেছেন অভিযুক্তের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা-মাকে গ্রেপ্তারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তের মোবাইল ট্র্যাক করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে আশা করি।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন