ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১২:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
আজমানের মৃত্যুর পাঁচদিন পর সোমবার (২২ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ কমিটি গঠন করেন।
তিন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পদ্মাসেন সিংহকে। এছাড়া কমিটিতে সিলেট মহানগর পুলিশের একজন প্রতিনিধি এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের স্বাক্ষরিত স্মারকে বলা হয়, স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের আত্মহত্যার প্রকৃত কারণ এবং এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতি অনুসন্ধান করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শাহী ঈদগাহ এলাকার নিজ বাসা থেকে আজমান আহমেদ দানিয়ালের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকেও অধিকতর তদন্ত চলছে।