ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১২:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সংগৃহীত ছবি
সিলেট নগরীর যানজটের অন্যতম প্রধান কারণ যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিং। এ নিয়ে দীর্ঘদিন ধরেই নগরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
অবশেষে এ সমস্যার সমাধানে নগরীতে সিএনজি অটোরিকশা পার্কিংয়ের জন্য ৩০টি স্থান নির্ধারণ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
সোমবার রাতে এসএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত ৩০টি স্ট্যান্ড ব্যতীত অন্য কোনো স্থানে অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করা যাবে না। আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে একসঙ্গে কোথায় কতটি সিএনজি অটোরিকশা পার্কিং করতে পারবে তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নগরের আম্বরখানা, টিলাগড়, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার, তেমুখী, টুকের বাজার, কদমতলী, হুমায়ুন রশিদ চত্বর, সামাদ চত্বর, রিকাবীবাজার, শাহপরান মাজার গেট, মেজরটিলা, বালুচর, উত্তর কুশিঘাট, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইট, ধোপাদিঘির পাড়, শাহী ঈদগাহ, চন্ডিপুল, শ্রীরামপুরসহ মোট ৩০টি স্থানে পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে অনুমোদিত স্ট্যান্ডগুলোতেই পার্কিংয়ের জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।