ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবি: এ এইচ এম শহীদুল ইসলাম
সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এ অভিযান পরিচালিত হয়।
দিনব্যাপী অভিযানে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, লেগুনা, মোটরসাইকেল, ট্রাক ও পিকআপসহ মোট ৮৭টি অবৈধ যানবাহন আটক করে ডাম্পিংয়ে নেওয়া হয়। এ ছাড়া ১৭টি মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের অংশ হিসেবে নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলা এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বিভিন্ন পয়েন্ট ঘুরে অভিযান তদারকি করেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অবৈধ যানবাহন নগর থেকে সরিয়ে নিতে আমরা আগে সময় দিয়েছিলাম। রোববার নগরজুড়ে মাইকিংও করা হয়েছে। আজ সকাল থেকে অভিযান শুরু হয়েছে, এখন থেকে কোনো অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, নগরীর অবৈধ সিএনজি স্ট্যান্ডগুলোও সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি সিএনজি অটোরিকশার জন্য নির্দিষ্ট পার্কিং স্পট নির্ধারণ করা হবে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযান কার্যকর করতে নগরজুড়ে মাইকিং চলছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।