ব্রেকিং
সিকৃবি প্রতিনিধি:
প্রকাশ: ১৮:২১, ১১ আগস্ট ২০২৫
বিগত ১৬ বছর শিক্ষার্থীদের উপর নিপীড়নকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ১লা জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র্যা গিং, গেস্টরুম টর্চার, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের বিষয়ে কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাজাহান মজুমদারকে সভাপতি করে গঠিত কমিটি পুর্নগঠন করা হয়েছে। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত সরাসরি, ডাকযোগে ,হোয়াটসঅ্যাপ ও ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন। অভিযোগের বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।