ঢাকা, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

২০ ভাদ্র ১৪৩২, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

Scroll
আজ থেকে সিলেটে প্রশাসনের ‘চিরুনি অভিযান’
Scroll
বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মাদকসহ নারী যাত্রী আটক
Scroll
সাদাপাথর লুট: মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে
Scroll
সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ
Scroll
জাফলং চা বাগানে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

নির্বাচনে জনগণই মুখ্য ভূমিকা পালন করবে: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৫:৪২, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনে জনগণই মুখ্য ভূমিকা পালন করবে: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

•    ৪ হাজার পুলিশের একটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন 
•    নুরুল হক নুরুর উপর হামলা দুর্ভাগ্যজনক
•    লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দাতাকে পুরুষ্কৃত করা হবে


স্বরাষ্ট্র  ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার তৎপর রয়েছে । তবে লুণ্ঠিত অস্ত্রের সন্ধান কেউ দিতে পারলে তাকে পুরুষ্কৃত করা হবে। সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে বলেও তিনি জানান।

তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, এ ঘটনা সরকার তদন্ত করে খতিয়ে দেখছে।

সিলেটে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগের সকল প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে জনগণই মুখ্য ভূমিকা পালন করবে।  

অন্তর্বর্তী সরকারের পরবর্তী কর্মপরিকল্পনার বিষয়ে তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে ৪ হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে।

মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু করতে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়, মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযথ প্রস্তুতি নিতে হবে। জনগন যেন নির্ভয়ে নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে। সবার পূর্ণ সহযোগিতা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তিনি জানান, এবারের নির্বাচনে পুলিশের পাশাপাশি এপিবিএন, আনসার সদস্যরা দায়িত্বপালন করবে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী দায়িত্বপালন করবে। তিনি বলেন, ভোটকেন্দ্রে আনসারের ভুমিকা সবচেয়ে বেশি তাই প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। 

পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর অভ্যন্তরীন সংস্কার বিষয়ে তিনি বলেন, বাহিনীগুলোর নিয়োগ প্রক্রিয়া ও পদায়ন পূর্বের চেয়ে অনেক স্বচ্ছ হয়েছে। তাই সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। মাদককে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যতম হুমকি উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসায়ীদের প্রতি জিরো টলারেন্স অবলম্বন করার নির্দেশনা দেন।

সিলেটের সাদাপাথর লুট প্রসঙ্গে তিনি বলেন, লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর দেখাশোনা করছে। লুটপাটে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। এসময় তিনি পরিবেশ রক্ষায় সিলেটের পাথরখেকোদের বিরুদ্ধে সবসময় সজাগ থাকার আহ্বান জানান।

উপদেষ্টা কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিয়ে বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকেরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি পতিত কৃষিজমিগুলো আবাদের আওতায় আনার নির্দেশ দেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো শিক্ষকরা খুবই যোগ্য, উনারা তাদের সমস্যা গুলো ছাত্র শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

মতবিনিময় সভায় সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, র্যা ব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুদিনের সফরে শনিবার রাতে সিলেটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে তিনি বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। দুপুরে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন