ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:২২, ৩০ আগস্ট ২০২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল-বাঘছড়া সীমান্তে ভারতীয় অনুপ্রবেশকারী সন্দেহে দু’জনকে আটক করে বিজিবির নিকট হস্তান্তর করেছেন স্থানীয়রা।
তবে বিজিবি বলছে, আটক দু’জন বাংলাদেশের খুলনার বাসিন্দা। দীর্ঘদিন থেকে তারা ভারতে অবৈধভাবে বাস করে আসছিল। শনিবার (৩০ আগস্ট) সকালে তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লালাখাল-বাঘছড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক নারী ও এক পুরুষকে আটক করেন স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে স্থানীয় ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য সামসুজ্জামান সেলিম ঘটনাস্থলে গেলে তার কাছে জনতা আটক দু’জনকে হস্তান্তর করেন। পরে সামসুজ্জামান সেলিমের বাড়ি থেকে লালাখাল বিওপির বিজিবি সদস্যরা দু’জনকে আটক করে নিয়ে আসে। তখন তারা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করেন। ভারতের একজন খাসিয়া দালাল ও নিশ্চিতপুরের বাংলাদেশি দালালের মাধ্যমে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার কথা জানান।
১৯ বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন জানান, তারা বাংলাদেশি এবং তারা খুলনার বাসিন্দা। তবে তারা প্রায় ১০ বছর যাবত ভারতে অবৈধভাবে বাস করে আসছিলেন। আজ তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন।
এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, আটক দু’জন বাংলাদেশি। তাদের বাড়ি খুলনায়। তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। খুলনায় তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।