ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭:০৭, ৩১ আগস্ট ২০২৫
সিলেটে সাদাপাথর লুটপাট কাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ইন্সপেক্টর রতন শেখ কে।
রোববার (৩১ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
রতন শেখ ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত রয়েছেন।
কোম্পানীগঞ্জে বর্তমান ওসি উজায়ের আল মাহমুদ আদনান সাদাপাথর লুটপাট কাণ্ডের ঘটনায় দুদকের তদন্ত কমিটির প্রতিবেদনে তার সংশ্লিষ্টতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।