ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:১৮, ৩১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৩:২০, ৩১ আগস্ট ২০২৫
সিলেট নগরীর বারুতখানা এলাকার একটি ভবনের ছাদ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
রোববার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, কী কারণে ওই ব্যক্তি ভবনের ছাদে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।