ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৯:২২, ২৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:২৯, ২৮ আগস্ট ২০২৫
সিলেট সদরের ধোপাগুল এলাকায় এলাকায় পাথরের পুকুরের সন্ধান পাওয়া গেছে। এসব পুকুর পাথর দিয়ে ভরাট করে উপরে বালু দিয়ে রাখা হয়েছে। স্বাভাবিক দেখলে বুঝার উপায় নেই এখানে একসময় পুকুর ছিল। উপজেলা প্রশাসন এসব পুকুরে অভিযান চালিয়ে বিপুল পাথরের সন্ধান পেয়েছে। মূলত এই পুকুরগুলোতে পাথর লুকিয়ে ভরাট করে রাখা হয়েছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইৎ আমার দেশ-কে জানান, পাথর দিয়ে ভরাট করা পুকুরের সন্ধান পেয়ে আমরা অভিযান প্রায় দেড়লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছি। যতই খনন করা হয় ততই পাথর পাওয়া যাচ্ছে।
তিনি জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পুকুর থেকে আনুমানিক দেড়লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে, এগুলো ভোলাগঞ্জে পাঠিয়ে দেয়া হচ্ছে। তবে এসব পুকুরের মালিকদের পাওয়া যায়নি, পেলে গ্রেফতার করা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। অবৈধভাবে মজুদ বা লুকিয়ে রাখা পাথর উদ্ধারে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, পুকুর থেকে থোপাগুল এলাকায় সাদাপাথর উদ্ধার অভিযানে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ ছাড়াও এতে সহায়তা করে এপিবিএন সদস্যরা।
উদ্ধার কার্যক্রমে এক্সেভেটরের সাহায্যে পুকুরগুলো থেকে লুকিয়ে রাখা পাথর উত্তোলন করা হয়। পাথর যতই উত্তোলন করা হয় ততই পাথর সন্ধান মিলছিলো। পরে বুঝা গেলো এটা পাথর দিয়ে ভরাট হয়েছে। এগুলো পরিমাপ করে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।