ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৯:৪৮, ৩১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৪৯, ৩১ আগস্ট ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি আয়োজন করে সিলেট মহানগর গণতান্ত্রিক ছাত্রসংসদ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য মালেকা খাতুন সারা। তিনি বলেন, দেশের উচ্চ শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা ও ছাত্রদের উপর দমন-পীড়ন গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করছে। সন্ত্রাসের মাধ্যমে ভিন্নমত দমন করার এ অপচেষ্টা চলতে দেয়া হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর গণতান্ত্রিক ছাত্রসংসদ সদস্য আখলাকুজ্জামান লাহিন। তিনি বলেন, শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে কোনো সরকার বা কর্তৃত্ববাদী শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণ ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।