ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:১১, ৯ আগস্ট ২০২৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
পরে এম. নাসির রহমান তাঁর পিতা মাতার নামে (সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও দূররে সামাদ রহমান) পুনর্বহাল করা হল পরিদর্শন করেন। সম্প্রতি তিনি শহীদ জিয়া হলসহ নতুন নামকরণকৃত হলগুলো ঘুরে দেখেন।
এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. মো. জসিম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরর দাবির প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন ও ৩টি হলের নাম পুনর্বহাল করা হয়েছে। সিদ্ধান্তগুলো সিন্ডিকেট অনুমোদন দিয়েছে।