ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫:৪৬, ১০ আগস্ট ২০২৫
ছবি-সংগৃহীত
সিলেট শিক্ষাবোর্ডের চলতি ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুর্নমূল্যায়নে (উত্তরপত্র পুনঃনিরীক্ষণ) নতুন করে ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং আরো ২২১ জন উওীর্ণ হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফলে দেখা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে নতুন করে ২২১ জন পাস করেন। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন আরও ৪৭ জন। উত্তরপত্র যাচাই-বাছাইয়ের পর এমন পরিবর্তন এসেছে।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও অকৃতকার্য মিলিয়ে ১৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী ৩৪ হাজার ৯২০ পত্রের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।
এদিকে পুনঃনিরীক্ষণে নতুন করে ২২১ জন পাস করায় মোট পাসের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৩১২ জন। এর আগে ঘোষিত মূল ফলাফলে সিলেট বোর্ডের অধীনে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ হাজার ৯১ জন পাস করেছিল।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তরিকুল ইসলাম বলেন, পুনঃনিরীক্ষণ মানে একজন শিক্ষার্থীর খাতা নতুন করে মূল্যায়ন নয়। এখানে উত্তরপত্রের চারটি বিষয় খতিয়ে দেখা হয় এগুলো হলো, সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা সঠিক আছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে সঠিকভাবে উঠেছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না। এই চারটি জায়গায় কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।