ব্রেকিং
সিকৃবি প্রতিনিধি:
প্রকাশ: ১৮:২৯, ১০ আগস্ট ২০২৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুরে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে এই ল্যাব উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. হীরালাল গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুক্তারুন ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. মো: রুহুল আমিন ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো: আলিমুল ইসলাম বলেন, সফলতা লাভ করতে হলে নিজের দক্ষতা পারদর্শিতার উন্নয়ন ঘটাতে হবে। দক্ষতাই মানুষকে আলাদা করে, গড়ে তোলে আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল ও স্বপ্নপূরণের সাহসী যোদ্ধা হিসেবে। কম্পিউটার ল্যাব স্মার্ট কৃষি বিষয়ে জ্ঞান অর্জনের এক গুরুত্বপূর্ণ সোপান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে একজন প্রকৃত টেকনিক্যাল দক্ষ গ্র্যাজুয়েট হতে হলে কম্পিউটার বিষয়ে দৃঢ় জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। এই ল্যাবের সর্বোত্তম ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের পারদর্শিতা বৃদ্ধি করবে, গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের কৃষি শিক্ষা ও গবেষণায় অবদান রাখবে।