ব্রেকিং
বিশেষ সংবাদদাতা:
প্রকাশ: ২১:১৬, ৭ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে দেশব্যাপী '২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন' প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশসেরা হয়েছে বড়লেখা সরকার ডিগ্রি কলেজ। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ ফলাফল ঘোষণা করে।
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বর্তমানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবিবা, নুসরাত ও আমিনা '২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন' প্রতিযোগিতার উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে (কলেজ/ সমপর্যায় কারিগরি ও মাদ্রাসা) দেশসেরা হন। এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে সেরা হয় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।
এবিষয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ জানান, ২৪ এর গণঅভ্যুত্থানের ঘটনাবলি তারা গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এর মাধ্যমে মানুষজন ২৪ এর দিনগুলো আবার চোখের সামনে দেখেছে। এতে মানুষজন অনুপ্রাণিত হবে। এগুলো ইতিহাসে স্বাক্ষী হয়ে থাকবে।
আমরা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ এরকম কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে থাকি। তাদেরকে আমরা কলেজ থেকে একটা স্কলারশিপের ব্যবস্থা করেছি।