ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ১৮:৩৩, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৮:৩৪, ২০ আগস্ট ২০২৫
গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে জুলাই শহীদ স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারাদেশে জুলাই গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা সহ তিন দফা দাবিকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
তার ধারাবাহিকতায় বুধবার (২০ আগস্ট) সিলেটে 'জুলাই শহীদ স্মরণ' এই সমাবেশে আয়োজন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাস পিনাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুশরা সুহেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী)'র সিলেট জেলার সাংগঠনিক কমিটির সমন্বয়ক কমরেড সঞ্জয় কান্ত দাস,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি দোয়েল রায়, চা বাগান শিক্ষা অধিকার পরিষদের সংগঠক অধীর বাউরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, 'চিহ্নিত অপরাধীরা দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। গণহত্যার বিচারের নামে পাইকারি মামলা, মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য চলছে। ফলে হত্যা মামলাগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে। জুলাইয়ের নামে ব্যবসা চলছে, চাঁদাবাজি, মব ভায়োলেন্স, নিয়োগ বাণিজ্য, নারী নিপীড়ন চলছে। এসব দমন করতে না পারলে শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা হবে।