ব্রেকিং
ওসমানীনগর উপজেলা প্রতিনিধি:
প্রকাশ: ১৭:৫৭, ১৭ আগস্ট ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার তাজপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহের পরিচালনায় বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও পথসভায় কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে। তাজপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা বলেন, এম ইলিয়াস আলী শুধু সিলেট নয়, সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় নেতা ছিলেন। তাকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। কিন্তু ১৩ বছরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা একটি স্বাধীন দেশে গভীর উদ্বেগের বিষয়। তারা দ্রুত এম ইলিয়াস আলীর সন্ধান প্রদানের জোর দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ইলিয়াস আলী ছিলেন দলের তৃণমূল থেকে উঠে আসা সাহসী কণ্ঠস্বর। তিনি জনগণের পক্ষে, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন আন্দোলন চালিয়ে গেছেন। তার মতো নেতার অনুপস্থিতি শুধু বিএনপির জন্য নয়, পুরো জাতির জন্যই ক্ষতি।
এদিকে কর্মসূচিকে সফল করতে গত কয়েকদিন ধরে উপজেলায় চালানো হয় বিরামহীন প্রচারণা।
গ্রাম থেকে শহর পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও নানা রঙিন প্রচার সামগ্রী ব্যবহার করা হয়। বাজারের প্রবেশপথ ও মোড়ে মোড়ে শোভাপায় দলীয় পতাকা ও ব্যানার। প্রচারযন্ত্রে মিছিলের স্লোগান এবং ইলিয়াস আলীর নাম উচ্চারণে চারদিক মুখরিত হয়ে ওঠে।
উপজেলার ৮ ইউনিয়নের ৭২টি ওয়ার্ড থেকে গড়ে ৩০টি করে মোট প্রায় ২৪০টি পিকআপ ভ্যানে করে নেতাকর্মীদের নিয়ে আসা হয়। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল যোগ হয়ে তাজপুর বাজারের শেরাটন পার্টি সেন্টারে একত্রিত হয়। এছাড়া বিপুল সংখ্যক মোটরসাইকেল শোভাযাত্রাও মিছিলে যোগ দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশও মোতায়ন করা হয়।
তবে নির্দিষ্ট সময় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হতে কিছুটা দেরিতে হলে প্রচণ্ড তাপদাহে অপেক্ষমাণ নেতাকর্মীদের মধ্যে এক পর্যায়ে অস্বস্তি দেখা দেয়। মিছিল শুরু হলে পুরো বাজার উত্তাল হয়ে ওঠে ইলিয়াস আলী স্লোগানে স্লোগানে।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।