ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫:৪১, ২৩ জুলাই ২০২৫
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় এক বার্তায় এ তথ্য জানায়।
সূত্র জানায়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ বছর বয়সী করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ নিয়ে চলতি বছর সিলেটে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলেও সার্বিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
করোনার চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে সিলেটের কোনো হাসপাতালে করোনা রোগী ভর্তি নেই।