ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৬:২০, ১৯ জুলাই ২০২৫
সিলেট মেট্রোপলিটন পুলিশের আম্বরখানা পুলিশ ফাঁড়ির অভিযানে প্রায় ১৩ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর বড়শলা বাইপাস এলাকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ ও সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের দুইটি দল ধাওয়া করে। আম্বরখানা এলাকায় ব্যারিকেড দিলে চালক ও সহযোগীরা মজুমদারী আবাসিক এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট (মূল্য ৯ লাখ ৭ হাজার ২০০ টাকা), ৯৬ হাজার পিস জিলেট ব্লেড (মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা) এবং একটি হলুদ রঙের হাইড্রোলিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) জব্দ করে পুলিশ। তবে ট্রাকটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট ছিল বলে জানায় পুলিশ।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।