ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫

১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ০১ জ্বিলহজ্জ ১৪৪৬

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে  শিক্ষার্থীদের সাথে বেলার প্রচার

প্রকাশ: ২১:১৬, ২৬ মে ২০২৫

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে  শিক্ষার্থীদের সাথে বেলার প্রচার

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট।

সোমবার (২৬ জুন) দুপুর ১টায় সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান করা হয়। 

প্রচারাভিযানে শিক্ষার্থীদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে দুটি পৃথক ভিডিও চিত্র দেখানো হয় ও ধারণাপত্র দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়। তখন শিক্ষার্থীরা প্লাস্টিকের ক্ষতিকর দিক ও পরিবেশ বিষয়ে নানা প্রশ্ন করেন। 

প্রচারাভিযান পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা। উপস্থিত ছিলেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও বেলা নেটওয়ার্ক মেম্বার শাকিলা ববি।  

এসময় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা ভিডিও চিত্র দেখে এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী ঝর্ণা রায় উদ্বেগ প্রকাশ করে বলে, আমি জানতাম সিলেট সবচেয়ে সুন্দর এলাকা। কিন্তু ভিডিও দেখে মনে হল সিলেটের পরিবেশ ধ্বংস করা হচ্ছে। 
সিলেটের পরিবেশের যদি এমন খারাপ অবস্থা হয় তাহলে সারা দেশের পরিবেশের কেমন খারাপ অবস্থায় আছে তা বুঝা যায়। কিন্তু আমাদের পরিবেশকে রক্ষা করার উপায় কি? 

নবম শ্রেণির আরেক শিক্ষার্থী আয়েশা জামান জিজ্ঞেস করেন, ‘আইন আছে যেহেতু তাহলে কেন কেন গাছ কেটে টিলা কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। যেহেতু ২০২৩ সালে বন্ধ করা হয়েছে তাহলে এখনও কেন বাজারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া যাচ্ছে।’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, দেশের আগামীর কর্ণধার এই শিক্ষার্থীরা। তাই আমরা চাই তারা যেন পরিবেশ সম্পর্কে জ্ঞান রাখেন। কি করলে পরিবেশ ভাল থাকবে আর কি করলে পরিবেশ ধ্বংশ হবে সেটা সম্পর্কে জানেন। এই প্রচারাভিযানের উদ্দেশ্যই হল পরিবেশ রক্ষার চিন্তা সবার মনের মধ্যে গেঁথে দেওয়া। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন