ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫

১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ০১ জ্বিলহজ্জ ১৪৪৬

ঢাকায় তারুণ্যের সমাবেশ সফলে

সিলেটে  জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ২০:৪৪, ২৫ মে ২০২৫

সিলেটে  জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল

আগামী ২৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে  ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে  সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) বিকেলে প্রচার মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

বক্তারা বলেন, বিএনপি এবং অঙ্গসংগঠনের লাগাতার আন্দোলন, সংগ্রাম ও রাজপথে আপসহীন অবস্থানের ফলে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো। এই দিনটি বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনা ও সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।

বর্ণাঢ্য প্রচাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মহানগরের সহ সভাপতি প্রাণেশ দেব, মো. লাহিন আহমেদ, জেলার সহ সভাপতি মো. সাজ উদ্দিন সাজু, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, আবুল হাসনাত, সুহেল মাহমুদ, মো. হেদায়েত উল্লাহ হিরন, আবু হানিফ,  মো. জুয়েল আহমদ জুবের, রিয়াজ আহমদ, মো. সুরুজ আলী,  সাজ্জাদ হোসেন দুদু, মালেক বক্স, মুমিনুর রহমান তামিম, শেখ ফরিদ আহমদ,  ডি এইচ খান মিশু,  আলাল আহমদ, শাহিন আহমদ, কুতুব উদ্দিন, এমদাদুল হক স্বপন, মকসুদুল করিম নুহেল প্রমূখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন