ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৬:৪৭, ২৪ মে ২০২৫ | আপডেট: ২০:৪৪, ২৪ মে ২০২৫
* ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন করার চেষ্টা অব্যাহত
* আতঙ্কিত না হয়ে সীমান্তবাসীকে সহযোগিতার আহ্বান : জেলা প্রশাসক
----------------
সিলেট জেলার বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন করার চেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে সীমান্তে উদ্বেগ উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (২৮ মে) সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা দিয়ে ২১ জনকে নারী পুরুষ ও শিশুকে পুশ ইন করল বিএসএফ। সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) শনিবার সকালে তাদের আটক করে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার আমার দেশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনু প্রবেশের দায়ে এই ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। সার্বিক বিষয় নিয়ে আমরা বৈঠক করছি।
বিজিবি সূত্র জানায়, কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপি সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে আনুমানিক সকাল সাড়ে ৬ টায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু মোট ২১ জনকে আটক করা হয়।
বিএসএফের সীমান্তে পুশইন করার অব্যাহত চেষ্টায় বিজিবি ও স্থানীয় জনগণের কড়া অবস্থানের পর পুশইন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার খবর পাওয়া যায়। তারপরও বিএসফ যেন পিছু ছাড়ছেনা।
এদিকে, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সীমান্তে কোনো অস্থিরতা না ছড়াতে স্থানীয় জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। একইসঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলায় সীমান্তবাসীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে, গত ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করে বিএসএফ।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ২১ জনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। তিনি বলেন, বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।