ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২০:০৬, ২৪ মে ২০২৫ | আপডেট: ২০:৪৩, ২৪ মে ২০২৫
আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা ও সমাজসেবক খলকু কামাল বলেছেন, সিলেটের প্রবাসীরা বছরে ২০ হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। বিভাগের ৪০ লাখ প্রাসীদের স্বার্থে ও কষ্ট লাগবে ২/৩টা আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট ওসমানিতে ওঠানামার অনুমতি দিতে হবে।
এছাড়া, সিলেট -ঢাকা ট্রেনের ডবল লাইন, সিলেট-ঢাকা ছয় লেন সড়ক দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। সিলেটবাসী ও প্রবাসীদের এই তিনটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সিলেট-আখাউড়া ডাবল রেললাইন, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেন ও ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দকে পুর্ণাঙ্গ করার দাবিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবক খলকু কামাল- এর উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উর নুর।
সভায় কমিউনিটি নেতা খলকু কামাল তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সিলেটের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য দলমত বির্নিশেষে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা অতীতে সিলেটের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে সিলেটের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জনান। সিলেট বিভাগ থেকে ৪ জন উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান। সভায় সিলেটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেটের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড এসোসিয়েশন কমিটি সিলেটের চেয়ারম্যান হিজকিল গুলজার, দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েস খছরু, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।