ব্রেকিং
অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২০:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।
রোববার বিকালে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা।
বৈঠক শেষে লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, ‘লুট হওয়া পুলিশের অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারের প্রচেষ্টা ও আন্তরিকতা রয়েছে পরিস্থিতি উত্তরণে।’ তিনি বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগির দেশে ফেরা নিয়ে আলোচনা হওয়া কথাও উল্লেখ করেন।
উপদেষ্টা তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া, বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক নিয়েও আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুও ছিল।’
রোববার বিকাল ৪টা ২২ মিনিটে বাবরসহ কয়েকজন বৈঠক করতে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। তার সঙ্গে ছিলেন সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক অতিরিক্ত আইজি মাহবুবুর রহমান।
জানা গেছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক বিষয়ে বিএনপির গঠিত একটি টিমের প্রধান হিসেবে লুৎফুজ্জামান বাবর দায়িত্ব পালন করছেন। এই টিমে বেশ কয়েকজন সাবেক সিনিয়র সচিব ও সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন।
বৈঠকে তারেক রহমানের দেশে ফেরা ও তার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।
লুৎফুজ্জামান বাবর ২০০১-২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল জেটিতে ১০ ট্রাক অস্ত্র চালান আটকসহ নানা ঘটনায় আলোচিত তিনি।