ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ২১:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
সিলেটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। আমরা জনতার পুলিশ হয়ে, সবার পাশে থাকতে চাই।’
বৃহস্পতিবার এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে এক সমন্বয় সভায় তিনি একথা বলেন।এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ কমিটি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এবার ৮০টি মন্ডপে পূজি উদযাপন হবে। প্রতীমা বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়েছে।
কমিশনার বলেন, পূজাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বা অপ্রত্যাশিত ঘটনা ঠেকাতে মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে।
মণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের পরিচয় নিশ্চিত করতে হাতে আর্মড ব্যান্ড পরিধান করতে হবে। পূজার নিরাপত্তায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু করা হবে।
সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ে থাকবে এসএমপি’র সাইবার টিম।যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।