ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২২:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫
জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫: মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের প্রথম দিনে বৃহস্পতিবার সিলেট জেলা লিগ্যাল এইড অফিসে ১২ টি অভিযোগ দায়ের করা হয়েছে।
সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে (৫ম তলা) অবাস্হিত অফিসে এই অভিযোগগুলো কেই আইনজীবীর মাধ্যমে,কেউ সরাসরি এসে দায়ের করেছেন।
প্রথম অভিযোগটি দায়ের করেছেন কানাইঘাটের সুলতানা আক্তার সীমা।যৌতুক দাবি ও যৌতুকের জন্য নির্যাতন এনে স্বামীর বিরুদ্ধে (যৌতুকের ৩ ধারা) ।
অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের আগস্টে একই উপজেলার জাহের আমদের সাথে বিয়ে হয় ৭ লাখ টাকা দেনমোহরে।বিয়ের সময় ৫ লক্ষ টাকার মালামাল দেয়া হয়।বর্তমানে তাদের তিন মাস বয়সী একটি মেয়ে রয়েছে। গত কয়েক মাস থেকে বিদেশ যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করছে।এছাড়া অন্যান্য মামলার মধ্যে রয়েছে নারী নির্যাতন, স্বত্ব বাটোয়ারা, বাড়ি ভাড়া আদায়, পারিবারিক বিরোধ সংক্রান্ত ।
'মধ্যস্হতায় মিটলে বিরোধ-বাঁচবে সময় কমবে খরছ' থিমকে ধারণ করে বিনামূল্যে আইনি সহয়তার জন্য সংশোধিত আইনে একজন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজকে স্পেশাল মেডিয়েটর নিয়োগ দেয়া হয়েছে।তিনি রোববার থেকে দায়িত্ব গ্রহন করবেন।
সিলেটে জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বেশ্বর সিংহ (সিনিয়র সহকারী জজ)। তিনি জানান, (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে এই এই কার্যক্রমকে আইনগত ভিত্তি দেয়া হয়েছে। মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক কার্যক্রম উদ্বোধন একটি যুগান্তকারী প্রদক্ষেপ।
তিনি বলেন, লিগ্যাল এইডে ১১ রকম মামলার নিষ্পত্তি নিশ্চিত করা হয়েছে। মামলার জট কমাতে মামলাপূর্ব মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে। সঠিকভাবে এটি কার্যকর হলে মামলার জট কমার পাশাপাশি হয়রানি বন্ধ হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। সিলেটে ৮০ জন আইনজীবী প্যানেল এই কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। তারা কো ন আবেদনকারীদের কাছ থেকে ফি নেন না। অফিস থেকে তা পরিশোধ করা হয়।
উল্লেখ্য, বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেটে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যকর উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন অধ্যাদেশ কার্যকরের সুফল সম্পর্কে উপদেষ্টা বলেছেন, মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধানের ফলে মানুষের অধিকার সুরক্ষার পথ আরও সুগম হবে। আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারির মাধ্যমে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার যে বিধান কার্যকর হচ্ছে তাতে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার অভাবনীয় সুযোগ সৃষ্টি হয়েছে।
একদিকে যেমন মামলা নিষ্পত্তির সময় কমবে, তেমনি খরচও বাঁচবে। মামলার জট হ্রাস পেয়ে জনগনের হয়রানি দূর হবে। এ পরিবর্তনের ফলে জনগণ দ্রুত আইনি প্রতিকার পাবে, এতে ন্যায়বিচার প্রতিষ্ঠা বহুলাংশে বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ মোট ১২ জেলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ বিধান কার্যকর হয়েছে।