ব্রেকিং
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: ১৪:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাজারো চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল কবির জায়গীরদার রাজা।
শনিবার সকাল ৯টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্তা সাহা।
দিনব্যাপী চলমান এই চক্ষু শিবিরে উপজেলার শিমুলবাক, জয়কলস, পাথারিয়া ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে।
এসময় চিকিৎসা নিতে আসা সকল রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। অপারেশনের রোগীদেরকে নিজেস্ব ব্যবস্থাপনায় মৌলভীবাজারের একটি হাসপাতালে নিয়ে অপারেশন শেষে বাড়িতে পৌঁছে দেবেন তারা। চক্ষু শিবিরের ব্যবস্থাপনা করেছে সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ।
চক্ষু শিবিরের উদ্যোক্তা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল কবির জায়গীরদার রাজা জানান, আমরা এর আগেও একাধিকবার এ ধরণের উদ্যোগ নিয়েছিলাম। অনেক মানুষ উপকৃত হয়েছেন। আমাদের উপজেলার পশ্চিমাঞ্চলের ইউনিয়নগুলোর যাতায়াত ব্যবস্থা একেবারেই নাজুক। অনেকে চাইলেই বাইরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। অনেকের আছে আর্থিক সংকট। আমরা তাঁদের কথা চিন্তা করে নোয়াখালী স্কুলে এ উদ্যোগ নিয়েছি।
চক্ষু বিশেষজ্ঞ ৭ জন ডাক্তার, ১০ জন নার্স ও স্বেচ্ছাসেবক দিনব্যাপী কাজ করে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। আমাদের লক্ষমাত্রা ছিলো ১ হাজার মানুষকে এই সেবার আওতায় আনা। আমরা তা পেরেছি। কিছু মানুষকে বিনামূল্যে অপারেশনও করিয়ে দেবো। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজটুকু করে যাচ্ছি। সকলের দোয়াই আমাদের মূল অর্জন।
চিকিৎসা সেবা পেয়ে উচ্ছ্বসিত সাধারণ রোগীরা। অনেক দূর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে নোয়াখালী স্কুলে এসেছেন তারা। এমনই এক নব্বইয়োর্ধ্ব নারী তারা বানু। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগছি। দূরে গিয়ে চিকিৎসা নিতে পারছি না। বাড়ির কাছে বিনামূল্যে এই সেবা নিতে পারায় ভালো লাগছে। যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। একই ধরণের কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগী আবদুর রহমান।
দুপুর ১২টায় চক্ষু শিবির পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী, কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান ও ফরিদুর রহমান ফরিদ প্রমুখ।