ব্রেকিং
প্রকাশ: ২১:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫
সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নবাগত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বের শহরের ব্যস্ততম সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের হাতে ফুল দিয়ে তাদের সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি ও আদর্শ আচরণ অনুসরণের জন্য অভিনন্দন জানান তিনি।
এটি মূলত একটি সবার জন্য শিক্ষণীয় উদ্যোগ, যেখানে পুলিশের ভূমিকা শুধুমাত্র আইন প্রয়োগে সীমাবদ্ধ নয়, বরং তারা সেবামূলক মনোভাব নিয়ে কাজ করছে। কমিশনার কুদ্দুছ চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনা কমানো এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
তিনি বলেন , ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে নিয়মিত নিরাপত্তা চেক চালিয়ে যানজট কমানোর জন্য প্রশাসন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে। বিশেষভাবে, ব্যাটারি চালিত রিকশা চলাচলের বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, সিলেট শহরে ব্যাটারি চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে, কারণ এর চালকরা যথেষ্ট প্রশিক্ষিত নয় এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
সূত্র জানায়, কমিশনারের এই উদ্যোগটি এক নতুন পথ দেখিয়েছে, যেখানে পুলিশ ও জনগণ একত্রে কাজ করে শহরের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছেন।
ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এ আয়োজনকে ঘিরে শহরের পরিবেশ ছিল বেশ উৎসবমুখর। ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ কার্যক্রমে অংশ নেন। কমিশনার মোটরসাইকেল আরোহীদের সচেতনতার প্রশংসা করেন এবং অন্যদেরও একইভাবে নিরাপত্তা মানদণ্ড অনুসরণে আহ্বান জানান।
সিলেট নগরে কমিশনারের এ ব্যতিক্রমী উদ্যোগ পথচারী ও সাধারণ মানুষকেও আকৃষ্ট করে। অনেকেই মন্তব্য করেন, ‘নিয়ম মানলে শুধু শাস্তি নয় সম্মানও পাওয়া যায়, এ উদ্যোগ সেই বার্তাই পৌঁ