ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

১৯ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

ব্রেকিং

Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

নতুন চুক্তিতে ঘণ্টায় ৬৫ লাখ পাচ্ছেন রোনালদো, বছরে কত?

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ১৩:৪৯, ২৮ জুন ২০২৫

নতুন চুক্তিতে ঘণ্টায় ৬৫ লাখ পাচ্ছেন রোনালদো, বছরে কত?

মৌসুম শেষ হওয়ার এরপর থেকে গুঞ্জন ওঠে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের থাকবেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। ভিডিওতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে, যেখানে ভিডিওর শেষ লাইনে রোনালদো বলেন, ‘আল নাসর ফরএভার।’

তবে চুক্তিতে রোনালদোর বেতন কত ধরা হয়েছে, কোনো পক্ষই প্রকাশ করেনি। তবে রোনালদোর নতুন চুক্তির বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান।

এএসের প্রতিবেদন অনুসারে, নতুন চুক্তিতে রোনালদো আল নাসরের কাছ থেকে বছরে ৪৬.৮০ কোটি মার্কিন ডলার পাবেন। দুই বছরে পাবেন ৯৩.৬০ কোটি। যা প্রতি মাসে ৩.৯ কোটি, প্রতি সপ্তাহে ৮৯ লাখ এবং প্রতি দিনে ১২.৮৮ লাখ মার্কিন ডলার হয়।

যদি আরও ভেঙে দেখা হয়, তাহলে আল নাসর থেকে রোনালদোর প্রতি ঘণ্টার আয় ৫৩,৬৬৬, প্রতি মিনিটে ৮৯৪ এবং প্রতি সেকেন্ডে ১৫ মার্কিন ডলার পাবেন।

অন্যভাবে বললে, রোনালদো বাংলাদেশি টাকায় প্রতি সেকেন্ডে ১৮৩৩ টাকা, প্রতি মিনিটে ১ লাখ ৯ হাজার, প্রতি ঘণ্টায় ৬৫ লাখ ৫৯ হাজার এবং প্রতি দিনে ১৫৭৪ কোটি টাকা আয় করবেন। যা প্রতি মাসে ৪৭৬ কোটি ৭১ লাখ এবং প্রতিবছরের ক্ষেত্রে ৫৭২০ কোটি টাকার বেশি হবে। অবশ্য এ অর্থ শুধুই বেতন, নাকি অন্যান্য সুযোগ-সুবিধাসহ, তা স্পষ্ট করা হয়নি।

যুক্তরাজ্যের গণমাধ্যম সান বলছে, আল নাসর সৌদি প্রো লিগ জিতলে ৮০ লাখ পাউন্ড, তিনি নিজে সৌদি প্রো লিগ গোল্ডেন বুট জিতলে ৪০ লাখ পাউন্ড বোনাস পাবেন রোনালদো। প্রতিটি গোলের জন্য ৮০ হাজার পাউন্ড, যা দ্বিতীয় বছরে ২০% বাড়বে—এমন ধারাও আছে চুক্তিতে।

এ ছাড়াও চুক্তিতে আল নাসরের মালিকানার ১৫ শতাংশ দেওয়া হয়েছে রোনালদোকে, যা ৩.৩০ কোটি পাউন্ড মূল্যমানের। এ ছাড়া চুক্তি সই বাবদ দেওয়া হয়েছে ২.৪৫ কোটি পাউন্ড, দ্বিতীয় বছরের চুক্তি কার্যকর করলে যা ৩.৮০ কোটি পাউন্ডে পরিণত হবে।

এসবের বাইরে ড্রাইভার, হাউসকিপার, শেফ, গার্ডেনার, নিরাপত্তাকর্মীসহ সার্বক্ষণিক ১৬ জন কর্মী, প্রাইভেট জেটের ৪০ লাখ পাউন্ড খরচ বহন এবং ৬ কোটি পাউন্ড মূল্যের স্পনসরশিপ চুক্তির ব্যবস্থার কথাও আছে চুক্তিতে।

৪০ বছর বছর বয়সী রোনালদোকে এত সব সুযোগ-সুবিধা দেওয়া নিয়ে সানস্পোর্টসকে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, মালিকেরা জানেন যে তিনি এই লিগের মুখচ্ছবি। মহাতারকাদের আকর্ষণ করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তাকে যেকোনো মূল্যে ধরে রাখা তাদের জন্য অপরিহার্য ছিল। তিনি নিজেও ব্যাপারটা জানতেন। 

তিনি বলেন, তাকে ধরে রাখতে হলে বলতে গেলে “সোনায় মোড়ানো” লাগত, তাই আগের চুক্তির চেয়েও বেশি টাকা, সুযোগ-সুবিধা ও বোনাস দেওয়া হয়েছে । রোনালদো এই লিগের প্রতীক এবং তাদের (মালিকদের) দৃষ্টিতে খেলাটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়।

রোনালদোকে ক্লাবের মালিকানা দেওয়ার বিষয়ে সূত্রটি বলেন, ‘তিনি যা কিছু চান, তার প্রায় সবকিছুই পাচ্ছেন। মালিকানার অংশ দেওয়ার মধ্য দিয়ে কর্তৃপক্ষ তাকে নিজেদের আরও কাছাকাছি রাখতে চায়—একটি শক্তি হিসেবে, যিনি অবসর নেওয়ার পরও খেলোয়াড়, স্পনসর এবং আলোচনা নিজের দিকে টানার ক্ষমতা রাখেন।’

২০২২ সালের ডিসেম্বর মাসে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো চুক্তিতে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। এরপর থেকে ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন তিনি। গত মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৫ গোল করে জেতেন গোল্ডেন বুট।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন