ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

১৯ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

ব্রেকিং

Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

অবশেষে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময় চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ১৩:০৫, ১৯ জুলাই ২০২৫

অবশেষে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময় চূড়ান্ত

মাঠে দারুণ পারফরম্যান্সের সুবাদে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরী মনে করা হচ্ছে বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে। দুই তারকাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতেও আগ্রহের কমতি নেই ফুটবলভক্তদের মাঝে। সেই সুযোগ করে দিয়েছে মহাদেশীয় (কোপা ও ইউরো) দুই শিরোপা। যদিও ব্যস্ত সূচির কারণে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে তাতে আশার আলো দেখা যাচ্ছে।

দীর্ঘ দিনের গুঞ্জন শেষে আগামী বছরের মার্চে ফিনালিসিমার সময় নির্ধারিত হওয়ার কথা জানিয়েছে দুই দেশের সংবাদমাধ্যম ‘এএস’ ও ‘টিওয়াইসি স্পোর্টস’। ২০২৪ সালের লাতিনদের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। তখনই দুই দলের ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত হয়ে যায়। কিন্তু আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের লাগাতার ব্যস্ত সূচির কারণে রোমাঞ্চকর ম্যাচটির সময় নির্ধারণে বেগ পেতে হয় দেশ দুটির ফেডারেশনকে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং স্প্যানিশ ফুটবলের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুজান সম্মত হয়েছেন যে, ২০২৬ সালের ১৭–২৫ মার্চের মধ্যে দুটি দেশ মুখোমুখি হবে। এর কয়েক মাস পরই আবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। যদিও আর্জেন্টিনা ইতোমধ্যে লাতিন অঞ্চল থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেলেও, এখনও বাছাইপর্ব শেষ হয়নি স্পেনসহ ইউরোপীয় দেশগুলোর।

এদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–এর তথ্যমতে, ফিনালিসিমার দ্বিতীয় সংস্করণে ইউরোপ ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা ২০২৬ সালে মার্চের শেষদিকে পরস্পরের মোকাবিলা করবে। এই সূচি (তারিখ ও সময়) চূড়ান্ত হবে বিশ্বকাপ প্লে-অফের জন্য নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মাঝেই। মহাদেশীয় (ইউরোপ) ও আন্তর্জাতিক দুই সংস্থা উয়েফা, ফিফার পাশাপাশি এএফএ এবং আরএফইএফও ফিনালিসিমার এই প্রত্যাবর্তনটা সফলভাবে আয়োজনে আগ্রহী। ব্যস্ত সূচির মাঝেও আর্জেন্টিনা-স্পেনের লড়াই যথাযথ মর্যাদা ও রোমাঞ্চ ধরে রাখবে বলেই প্রত্যাশা তাদের।

ফিনালিসিমা মূলত চালু করা হয় ১৯৮৫ ও ১৯৯৩ সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে। শেষবার এই ট্রফি জিতেছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এরপর ফিনালিসিমার প্রথম সংস্করণেও শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে নিজেদের দীর্ঘ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ ঘোচানোর আগেই ওই বছরের জুনে ইতালিকে ৩-০ গোলে ফিনালিসিমায় হারায় লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দল। ফিনালিসিমার আসন্ন সংস্করণের ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয় গত মে মাসে হওয়া ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন