ব্রেকিং
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: ১৩:১৫, ১১ আগস্ট ২০২৫
ছবি-সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে ফরম্যাটেও পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৬ বছর পর জয়খরা ভাঙল ওয়েস্ট ইন্ডিজ। রোববার (১০ আগস্ট) রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটের জয় পায় শাই হোপের দল। ২০১৯ সালের পর ওয়ানডেতে এবারই প্রথম পাকিস্তানকে হারাল ক্যারিবীয়রা। এর আগে চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে ৮ বছরের হারানো জয়ও পুনরুদ্ধার করে তারা।
২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে টানা চার ওয়ানডে পরাজয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। চলতি সিরিজের প্রথম ম্যাচেও ৫ উইকেটে হেরে যায় তারা। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। ডিএল মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। রান তাড়া করতে মাঠে নেমে ১২ রানের মধ্যে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও এভিন লুইসকে হারালেও রস্টন চেজ ও শেরফান রাদারফোর্ডের ব্যাটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ১০ বল হাতে রেখেই লক্ষ্য পৌঁছে যায় তারা।
চেজ ৪৭ বল খেলে ৪৯* এবং গ্রিভস ৩১ বল খেলে ২৬* রান করে অপরাজিত থাকেন। ৪৫ রান করে রাদারফোর্ড আউট হন, অধিনায়ক হোপের ব্যাট থেকে আসে ৩২ রান। পাকিস্তানের হয়ে দুই উইকেট তুলে নেন হাসান আলী আর মোহাম্মদ নাওয়াজও শিকার করেন দুই উইকেট।
পাকিস্তানের ইনিংসে হাসান নাওয়াজ সর্বোচ্চ ৩৬* ও হুসাইন তালাত করেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ২৩ রানে ৩ উইকেট শিকার করেন।
ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ায় ম্যাচসেরা নির্বাচিত হন রোস্টন চেজ।