ব্রেকিং
অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৭:১১, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:০০, ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক।
হতাহতদের এই ঘটনা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়াও শতাধিক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।
পাইলট স্কোয়াডন লিডার তৌকির লাইফ সাপোর্টে রয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে। অগ্নিদগ্ধ ৬০ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সিএমএইচসহ অন্যান্য হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।
রাজধানীর উত্তরায় দিয়া বাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে মাইস্টন স্কুলে ক্লাস রুম ও কেন্টিনের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সোমবার (২১ জুলাই) দুপুরে ১টায় এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিধ্বস্ত হয়। সূত্র: আমার দেশ ।