ব্রেকিং
অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৪:১১, ২১ জুন ২০২৫
দীর্ঘদিনের গুঞ্জন- হলিউডের সিনেমায় শাকিব খান। বহুবার এমন গুঞ্জনের পালে জোর হাওয়া বইলেও, সত্যতা পাওয়া যায়নি। তবে এবার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ‘এমআর- নাইন’খ্যাত আসিফ আকবর।
আর তার সেই সিনেমাতে প্রোটাগনিস্ট হিসেবে থাকছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
আসিফ আকবর বলেন, ‘এখন পাণ্ডুলিপির কাজ চলছে। ছবির জন্য নির্বাচিত হয়েছেন শাকিব খান। তার সঙ্গে থাকবেন দুইজন নায়িকা। এর মধ্যে একজন বাংলাদেশ থেকে, অন্যজনকে নেওয়া হবে হলিউড থেকে। শুধু তাই নয়, খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত মুখ।’
জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান। তখনই সবকিছু চূড়ান্ত হবে। সব ঠিক থাকলে এটিই হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।