ব্রেকিং
বিনোদন ডেস্ক:
প্রকাশ: ১৩:২৬, ৩০ আগস্ট ২০২৫
শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর কি সত্যিই বিবাহিত? সম্প্রতি নিজেই এমন দাবি করে জাহ্নবী চমকে দিয়েছেন অনুরাগীদের। আর তাতেই শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠেছে, জাহ্নবী বিবাহিত হলে তার স্বামী কে? মজার বিষয় হচ্ছে, নিজেকে বিবাহিত দাবি করে স্বামীর জায়গায় দীর্ঘদিনের বন্ধু ওরির নাম বসিয়েছেন জাহ্নবী!
ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণি, যিনি মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে ‘ওরি’ নামে পরিচিত। কমবেশি সব তারকার সঙ্গেই দেখা মেলে তার।
গভীর বন্ধুত্ব রয়েছে জাহ্নবী কাপুরের সঙ্গেও। তাঁদের একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্তোরাঁয় প্রায়ই দেখা যায়। তাই বিভিন্ন সময় হয়রানি ও ব্যক্তিগত বিষয়ে বিভিন্ন প্রশ্ন থেকে বাঁচতে সেই বন্ধুর নামের ওপরেই ভরসা রাখেন অভিনেত্রী। স্বামী হিসেবেও পরিচয় দেন তাকে।
সম্প্রতি ‘পরম সুন্দরী’র প্রচারে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানে জাহ্নবী জানিয়েছেন, তিনি যখন বিদেশে থাকেন তখন প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতে, ‘আমি বিবাহিত’— এই অজুহাত ব্যবহার করেন তিনি। একবার তো এমনও ঘটেছে, এক অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দিয়েছেন, শুধুমাত্র পরিস্থিতি সামাল দিতে!
সাক্ষাৎকারে জাহ্নবী অকপটে শেয়ার করেন তার ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতিময় অনুভূতি।
আলোচনার এক মজার মুহূর্তে তাকে প্রশ্ন করা হয়— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? হেসে জাহ্নবী জানান, একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিয়েছিলেন, যাতে কেউ তাকে প্রেমের প্রস্তাব না দেন।
জাহ্নবীর দাবি, ‘অনেক বারই বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। লস অ্যাঞ্জেলস-তে অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম— ও আমার স্বামী’।
বর্তমানে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন জাহ্নবী। দুজনে প্রেম করছেন প্রকাশ্যেই। বিভিন্ন অনুষ্ঠানে, পার্টিতে এবং মন্দিরেও একসঙ্গে দেখা যায় দুজনকে। শিখরকে জাহ্নবীর পরিবারও গ্রহণ করেছে। খুব শিগগিরই না হলেও একসময় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি, তা নিয়ে সন্দেহ নেই।