ব্রেকিং
প্রকাশ: ০৬:৩৯, ১ ডিসেম্বর ২০১৯
প্রতি বছরের ন্যায় এবারো বিজয়ের মাস ডিসেম্বর বরণে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। ১৯৭১ সালের এই মাসে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙ্গালীজাতির ভাগ্যাকাশে উদিত হয়েছিল বিজয়ের সূর্য। রবিবার সকাল ১০ টায় র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, আব্দুল খালিক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বারের সভাপতি এ টি এম শোয়েব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সদস্য বিজিত চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।।
সিলেট নিউজ ২৪