ব্রেকিং
শাবিপ্রবি সংবাদদাতা:
প্রকাশ: ১৫:৪৭, ৩০ জুন ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সমন্বয়ক ও বিভাগের ৯ম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আলমগীর মিয়া।
শনিবার এসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, অধ্যাপক ড. মো. আবদুল গনি এবং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আল-আমীন।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি-মাসুক আহমেদ (৩য় ব্যাচ) ও আবু সাদাত সায়েম (৫ম ব্যাচ); যুগ্ম সাধারন সম্পাদক: মোহাম্মদ আল আমীন নোবেল (৯ম ব্যাচ) ও মো. শাহরিয়ার খান (১২তম ব্যাচ); অর্থ সম্পাদক: জাহাঙ্গীর হাসান (১৯তম ব্যাচ); সাংগঠনিক সম্পাদক: মো. নুরুল হক (১৫তম ব্যাচ) ও মিল্টন রায় চৌধুরী (১৯তম ব্যাচ); গবেষণা ও প্রচার সম্পাদক: আবদুল্লাহ আল নোমান (১৯তম ব্যাচ) ও জুবেলী বেগম (২৩তম ব্যাচ); দপ্তর সম্পাদক: মো. খছরুজ্জামান চৌধুরী আহবাব (৯ম ব্যাচ); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ইয়াসিন মিয়া (১৭তম ব্যাচ); আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আহমদ জাকারিয়া জামিল (৩য় ব্যাচ) ও মোহাম্মদ তানভীর আহমেদ চৌধুরী (১০ম ব্যাচ); সমাজসেবা সম্পাদক: কামরুল ইসলাম (১৮তম ব্যাচ)।
কমিটির সদস্যবৃন্দ হলেন- মো. রাশেদুল হক (১ম ব্যাচ), মো. নাসির উদ্দিন ফারুক (১ম ব্যাচ), মো. ফয়জুর রহমান শহীর (১ম ব্যাচ), মো. শাফায়েত হোসেন (১ম ব্যাচ), আবেদুজ্জামান চৌধুরী (১ম ব্যাচ), অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন (২য় ব্যাচ), আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু (২য় ব্যাচ), তাহমিদ বখত চৌধুরী (২য় ব্যাচ), আবদুল হাই চৌধুরী শানু (২য় ব্যাচ), জাহেদুর রহমান চৌধুরী (৩য় ব্যাচ), অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন (৪র্থ ব্যাচ), দিগ্বিজয় দত্ত (৪র্থ ব্যাচ), নাদিয়া হক (৬ষ্ঠ ব্যাচ), হাসান ইকবাল (৬ষ্ঠ ব্যাচ), মহসিন কবীর (৭ম ব্যাচ), ইকবাল আহমেদ চৌধুরী (১০ম ব্যাচ), নাজমুল হুদা শাহীন (৯ম ব্যাচ), আল মামুন (১৪তম ব্যাচ) এবং আবদুল্লাহ হারিস পাশা (২৭তম ব্যাচ)।