ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

সিলেটে বহুল আলোচিত সিএনজি জাকারিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১২:৫৮, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:২১, ২৯ এপ্রিল ২০২৫

সিলেটে বহুল আলোচিত সিএনজি জাকারিয়া গ্রেফতার

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (চট্ট-৭০৭) সভাপতি মো. জাকারিয়া আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বিভিন্ন কারণে সিলেটে তিনি সিএনজি জাকারিয়া নামে পরিচিত।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ তার নিজ বাসা থেকে তাকে আটক করে এসএমপির গোয়েন্দা পুলিশ। পরে তাকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, জাকারিয়া আহমদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। স্বৈরাচার সরকারের আমলে সিলেটে দাপট দেখিয়ে চলতেন জাকারিয়া। তার ডাকে শ্রমিকরা কোনো কারণ ছাড়াই সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।

এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন