ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সিলেটে শোভাযাত্রা

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৩:১২, ২৯ এপ্রিল ২০২৫

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সিলেটে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় র‌্যালি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। ইউনিসেফ সিলেটের সহযোগিতায় নগরীতে শোভাযাত্রা বের করা হয়।

নগর ভবনের সামন থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে পুনরায় নগরভবন প্রাঙ্গনে এসে র‌্যালি শেষ হয়। 

র‌্যালিতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফ সিলেটের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নবজ্যোতি দে, ইউনিসেফ সিলেটের সোশ্যাল এন্ড বিয়েভিয়র চেঞ্জ এক্সপার্ট শেখ আলী হায়দার আযম, সিটি কর্পোরেশনের উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তীসহ কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন