ব্রেকিং
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: ১৪:২৯, ১৫ এপ্রিল ২০২৫
তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসছে ভারত। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে থাকা এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারত। ১৭ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে তারা। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২০ আগস্ট।
এরপরই চট্টগ্রামে চলে যাবে বাংলাদেশ ও ভারত। ২৩ আগস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি খেলবে তারা। ২৬ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি চট্টগ্রামেই হবে।
এরপর দুই দলই চলে আসবে ঢাকায়। ২৯ এবং ৩১ আগস্ট সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে। পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত। দুই সপ্তাহের কয়েকদিন বেশি সময় বাংলাদেশে অবস্থান করবে তারা।