ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

এবার ৩০০ কোটির অফার ফিরিয়ে দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ১২:৫১, ১৩ এপ্রিল ২০২৫

এবার ৩০০ কোটির অফার ফিরিয়ে দিলেন কোহলি

জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা। যার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক র‍য়েছে বিরাট কোহলির। এবার সেই সম্পর্ক শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি নতুন করে চুক্তি করতে চাইলেও কোহলি নবায়ন করতে চাননি। আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘‌ওয়ান৮’‌-এর পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছেন কিং কোহলি। 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কোহলির সঙ্গে আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল পুমা, যার মূল্য ছিল ৩০০ কোটি ভারতীয় রুপি। এর আগে, ২০১৭ সালে কোহলি যখন পুমার সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি। অর্থাৎ তিন গুণ বাড়ানোর কথা বললেও তাতে রাজি হননি ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। 

জানা যায়, কোহলি এবার 'অ্যাজিলিটাস'-এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার পুমার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ সালে এই সংস্থা তৈরি করেন। প্রতিষ্ঠানটি ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে। এই সংস্থার সঙ্গেই এবার যোগ হতে পারে কোহলির ‘‌ওয়ান৮’‌ সংস্থাটি। 

বর্তমানে আইপিএল নিয়ে কোহলি ব্যস্ত রয়েছেন। এই আসরে এখন পর্যন্ত ব্যাট হাতে ৫ ম্যাচ খেলে ৪৬.৫০ গড়ে ১৪৫.৩১ স্ট্রাইকরেটে ১৮৬ রান করেছেন বেঙ্গালুরুর এই ডানহাতি ব্যাটার। তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ৫ ম্যাচ খেলে ৩ জয়ের সাথে ২ হার নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানে অবস্থান করছে।

আরও পড়ুন