ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

১৯ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

ব্রেকিং

Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

সিলেটে পান্তা-ইলিশের তেমন প্রচলন নেই

তবুও ইলিশের দাম আকাশ ছোঁয়া

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ২০:০০, ১৩ এপ্রিল ২০২৫

তবুও ইলিশের দাম আকাশ ছোঁয়া

সিলেটে যদিও পান্তা-ইলিশের তেমন কোনো প্রচলন নেই তবুও পয়লা বৈশাখ উপলক্ষে সিলেটের বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। সিলেটের মধ্যবিত্তের মধ্যে পান্তা-ইলিশ খাওয়ার এবং ইলিশ কেনার সামর্থ্য না থাকলেও বিত্তশালীরা এক্ষেত্রে পিছিয়ে নেই। 

সিলেটের বাজারে ইলিশ মধ্যবিত্তের লাগালের বাইরে। তবে যাদের সামর্থ্য আছে তারা দাম না দেখেই রসনা মেটাতে ইলিশ কিনছেন। 

পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাজারে হঠাৎ করেই দ্বিগুন-তিনগুন বেড়েছে ইলিশের দাম। এক কেজি ১২০০ গ্রাম ওজনের ইলিশের দাম তিন থেকে চার হাজার টাকা চাওয়া হচ্ছে। তবে সুপারশপ গুলোতে মানভেদে ইলিশের দাম আরো বেশি। পিচ করে বিক্রি করছে ৩’শ-৪৭৫ টাকা। মধ্যমানের ইলিশ ২৫০০-৩০০০ টাকা। ৭০০ গ্রাম নিজের ১কেজি মানভেদে ২,২০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে মৎস্যবাজার গুলোতে। যা আগে ছিল ১২’শ-১৮’শ টাকা।

রোববার সিলেট নগরীর বৃহৎ মৎস্যবাজার বন্দরবাজারের লালবাজার, কাজিরবাজার, মদিনা মার্কেটসহ  বিভিন্ন খুচরা বাজার ও সুপারশপ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, বৈশাখ উপলক্ষ্যে হঠাৎ করেই ইলিশের চাহিদা বেড়ে গেছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম। কারণ, মৌসুম না থাকায় সাগরে বা নদীতে খুব বেশি ইলিশ ধরা পড়ছে না। আবার নিষিদ্ধ মৌসুম হওয়ার কারণে সব নদীতে জেলেরা জাল ফেলতে পারছেন না। ফলে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না।

লালবাজারের মাছ বিক্রেতা শিপন আহমদ বলেন, আমরা এখন ২ ধরনের ইলিশ বিক্রি করছি। একটি হচ্ছে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা ইলিশ অন্যটি টাটকা ইলিশ। কোল্ড স্টোরেজের ছোট আকৃতির ইলিশ মাছ ১৬০০-২২০০ টাকা কেজি এবং মাঝারি ও বড় আকৃতির মাছ ২৪০০-৩০০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। আর টাটকা মাছের মধ্যে ছোট ও মাঝারি আকৃতির ইলিশ ২০০০-৩০০০ টাকা এবং বড় আকৃতির টাটকা ইলিশ ৩৫০০-৪০০০ টাকা কেজি দামে বিক্রি করা হচ্ছে। 

বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এক সময় পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়ার খুব প্রচলন ছিল। এখন তার অনেকটাই ভাটা পড়েছে। তারপরও ভালোই বিক্রি হচ্ছে। একেবারে খারাপও না আবার বেশি ভালোও না। আসলে এই সময় মানুষ একটু ভালো ইলিশ খেতে চায়। কিন্তু আমরা কমদামে তেমন মাছ পাচ্ছি না। পাইকারি দামই অনেক বেশি, তাই বিক্রি করতেও আমাদের বেশি দাম রাখতে হচ্ছে।

বন্দরবাজারের মাছবাজারে মাছ কিনতে আসা আব্দুল হান্নানকে ইলিশ কিনেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, সাধারণ মাছ কিনে খেতে পারিনা ‘আর এসব ঢং আমাদের জন্য নয়’।  ইলিশ মাছ তো দামের জন্য হাতই দেয়া যায় না।

তবে সাধারণ ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, ইলিশের দাম বাড়িয়ে এক ধরনের ‘বৈশাখী বাণিজ্য’ চলছে। পহেলা বৈশাখে ইলিশ ছাড়া যেন উৎসবই পূর্ণ হয় না অনেকে মনে করেন তাদের এই রুচি মেটাতে  সুযোগে বুঝে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিচ্ছেন।

আরও পড়ুন