ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:৩৪, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ মুদ্রানীতি প্রণয়ন করা। মুদ্রানীতি ফলপ্রসু করার মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। ইতিমধ্যে মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে অর্থাৎ সহনীয় পর্যায়ে চলে এসেছে।
২০২৫-২৬ অর্থবছরের ১ম ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সিলেটে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সবার মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত মুদ্রানীতি প্রণয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, সিলেট অঞ্চলে ডিপোজিটের বিপরীতে বিনিয়োগ কম। বিনিয়োগ বাড়াতে আরো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
ডেপুটি গভর্ণর বলেন, সিলেট অঞ্চল অন্য এলাকার চেয়ে ভিন্ন। চা, রেমিটেন্স, পর্যটন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সিলেট গুরুত্বপূর্ণ, তাই প্রথমবারের মতো এখানে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। সিলেটের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায় বাংলাদেশ ব্যাংক। তিনি জানান, মোট রেমিটেন্সের প্রায় ৯ শতাংশই আসে সিলেটি প্রবাসীদের কাছ থেকে ।
সভায় বক্তারা স্থানীয় ব্যবসা, উদ্যোগ ও রপ্তানি খাতের বিকাশে ব্যাংকিং সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও ঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধির দাবি জানান।
সভায় সিলেট বিভাগে কৃষি, শিল্প ও পর্যটনসহ নানা খাতে ঋণ ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও করণীয় উদ্যোগ নিয়ে মতামত দেন। জবাবে ডেপুটি গভর্নর বলেন, সবার মতামতকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সবার মতামতের আলোকেই মুদ্রানীতি প্রণয়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. মোঃ এজাজুল ইসলাম, মনিটারি পলিসি বিভাগের পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের, সিলেট অফিসের পরিচালক মোঃ আমিনুল ইসলাম ও মোঃ শাহজাহান মজুমদার বক্তব্য রাখেন।
অংশীজনদের পক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চেয়ারম্যান ড. মোজাম্মেল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ড. মোঃ শাহান শাহ মোল্যা, এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আকমল হোসেন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোঃ জহির হোসেন, আলিম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।