ব্রেকিং
প্রকাশ: ১৮:৩২, ১৯ নভেম্বর ২০২২
বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা মৃগেন কুমার দাস চৌধুরী সম্পাদিত ‘গীতা পদমঞ্জরি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার (১৬ নভেম্বর) রাতে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানের আয়োজন করে সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী শ্রী গীতা মন্দির।
গীতা পদমঞ্জরী গ্রন্থে গীতার ৭০০ টি শ্লোকের ৬৬২৬ টি পদের ব্যখ্যা, বিশ্লেষণ, অর্থ, ভাবার্থ বর্ণনা করে সহজবোধ্য করা হয়েছে। গীতা পাঠ ও এর মর্মার্থ অনুধাবনে এই গ্রন্থ সহায়ক হবে বলে অনুষ্ঠানের আলোচকরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেদমন্দির সিলেট এর অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্রাচার্য। বিশেষ অতিথি ছিলেন গবেষক ও লেখক অধ্যাপক বিজিত কুমার দে, মহানাম সেবক সংঘের সভাপতি ডা. সত্যরঞ্জন দেব, গবেষক ও লেখক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, শ্রী শ্রী গীতা মন্দির সিলেটের সভাপতি মনোজবিকাশ দেবরায়, সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী অয়ন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী গীতা মন্দির সিলেট এর সাধারন সম্পাদক অশোক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী গীতামন্দিরের আচার্য্য বিনিত কুমার চক্রবর্তী।
সিলেট নিউজ ২৪