ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি
সিলেট বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় সর্বাধিক ৯২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
শুধু সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
তবে আশার খবর হচ্ছে—সিলেট বিভাগে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।