ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৫
সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর আয়োজনে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকাশক্তি’ শীর্ষক সেমিনার ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
সেমিনারে তরুণ কৃষি উদ্যোক্তা ও উদ্ভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি মন্ত্রণালয় ও বিএআরসি’র কর্মকর্তা, বিজ্ঞানী, বিভিন্ন এনজিও, বেসরকারি খাতের প্রতিনিধি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষবর্ষ ও মাস্টার্স পর্বের শিক্ষার্থীসহ প্রায় ৫০০ জনপ্রতিনিধি অংশ গ্রহণ করবেন।