ব্রেকিং
অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৪:২৭, ২৩ জুলাই ২০২৫
আগামী ২৭ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার অভিভাবকদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় কলেজ কর্তৃপক্ষ।
আজ স্কুল আঙিনা সাংবাদিকসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
দুর্ঘটনায় ঘটিত তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে এবং শিগগিরই প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে ২৭ জুলাই স্কুল খোলার বিষয়ে অভিভাবকরা অসন্তোষ জানিয়েছেন।
মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।